Logo
Logo
×

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের মা আর নেই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ পিএম

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের মা আর নেই

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের মা ও শহীদ জননী আলমাছ খাতুন (৯৪) আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। 

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টায় তিনি মৃত্যুবরণ করেন বলে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মো. নুরুল ইসলাম যুগান্তরকে নিশ্চিত করেন। 

মৃত্যুকালে তিনি ৮ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। 

শুক্রবার বাদ জুমা মরহুমার জানাজার নামাজ শেষে কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ পালং গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে পাক হানাদার বাহিনীর হাতে প্রথম শহীদ হয়েছিলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ পালং গ্রামের মেধাবী ছাত্র শহীদ এ টি এম জাফর আলম। 

তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ছাত্র এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। 

বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম হচ্ছেন শহীদ এ টি এম জাফর আলমের বড় ভাই। এ জন্য তাকে শহীদ জননী বলা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম