
ফাইল ছবি
সাতরাস্তা থেকে কারওয়ানবাজারগামী সড়ক রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ানবাজার সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’।
রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ডিএনসিসির ২১তম বোর্ডসভায় তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ানবাজার সড়কের নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’, বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’ নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।