Logo
Logo
×

জাতীয়

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের ইন্তেকাল

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০১:০০ পিএম

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের ইন্তেকাল। ছবি: যুগান্তর

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মাওলানা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

রোববার ভোরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা জানান, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার পাখিমারা গ্রামে। 

আজ দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেয়া হবে সরিষাবাড়ীতে।

মাওলানা নুরুল ইসলামের মৃত্যুতে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ একজন অভিভাবককে হারাল বলেও মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

এরশাদ সরকারের সময় জাতীয় পার্টি থেকে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। 

পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারকে পরাজিত করে সরিষাবাড়ী থেকে এমপি নির্বাচিত হন। 

ওই সময় তিনি আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম