Logo
Logo
×

জাতীয় পার্টি

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে জহিরুল আলম রুবেলকে। 

পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে শনিবার এই কমিটি গঠন করা হয়। 

১৫৩ সদস্যবিশিষ্ট এই কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন-  তারেক এ আদেল, এমএ সোবহান, মো. ইব্রাহিম আজাদ, মো. শাহজাহান, মো. আবুল বাশার বাসু, এমএ কাইউম, আবুল কালাম আজাদ, শেখ নেয়ামত উল্লাহ নবু, মো. জুবের আলম খান রবিন, হাজি মো. মাসুম চৌধুরী, মো. মাহবুবুর রহমান খসরু, হুমায়ুন কবির মজুমদার এবং মো. আকতার হোসেন দেওয়ান। 

সম্মানিত সদস্যরা হলেন- সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঞা, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান, আমির উদ্দিন আহমেদ ডালু, গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, মাহমুদ আলম, মীর সামসুল আলম (লিপটন)। 
সদস্য- মো. ফারুক, আকবর আলী চৌধুরী, মো. সাদেক আলী সাব্বির, এমএ সাঈদ, সমরেশ মন্ডল মানিক, শেখ সারোয়ার হোসেন, মো. আফতাব গনি, সৈয়দ মোশারফ হোসেন জাফরি, হুমায়ুন কবির হিরু বাবুল, হুমায়ুন কবির কালা, মো. শাহজাহান, মো. অপু সিকদার, মো. জাকির হোসেন মলি­ক, মো. শাহ আলম দেওয়ান, মো. জমির আলী, মো. শাহদাত হোসেন খান, চৌধুরী মো. মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেন খান লিপন, মো. সেলিম আহমেদ, মো. খরশীদ আহমেদ নোমানী, মো. আব্দুর রব, মো. তকদির হোসেন ভূইয়া সেন্টু, মো. ওয়াহেদুল্লাহ, নুর আহমেদ মোল্লা, রাজ্জাকুর রহমান রাজ্জাক, মো. মাহফুজুর রহমান, মো. ফজলুল হক, মো. সাহেদ হোসেন খান, লিয়া হোসেন খোকন, মো. জহিরুল ইসলাম জহির, মিনি খান, শেখ মো. সেলিম, মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এসএম শাহবুদ্দিন, হাবিুল্লাহ বাহার টিটু, শিপন তালুকদার বাঘা, মো. জোবায়ের আলম, এমএইচ মামুন চৌধুরী, নাসির উদ্দিন নেওয়াজ, অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, মো. রইস উদ্দিন, মো. মোতালেব হোসেন, আব্দুল কাদের, মো. রবিউল্লাহ, আক্তার হোসেন সোহেল, মো. জাফরউল্লাহ, ওমর ফারুক রতন, আলমগীর হোসেন, পল্লী হোসেন, মো. হাসান উল্লাহ হাসান, নজরুল ইসলাম খান, মো. ফারুক হোসেন, আমানত উল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম খোকন, আব্দুল মান্নান, এসএম রহিম সরদার, বেলাল হোসেন বেলাল এবং আবুল হোসেন আবুল প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম