জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন মোস্তাফিজুর ও শরিফুল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ পিএম
![জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন মোস্তাফিজুর ও শরিফুল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/27/image-778974-1709049729.jpg)
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন পার্টি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য একেএম মোস্তাফিজুর রহমান এমপি ও শরিফুল ইসলাম জিন্নাহ এমপি।
মঙ্গলবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য একেএম মোস্তাফিজুর রহমান এমপি ও শরিফুল ইসলাম জিন্নাহ এমপিকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসাবে মনোনয়ন প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।