
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৮ এএম
‘সঠিক সময়ে নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার আসার আশঙ্কা ছিল’

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

আরও পড়ুন
দল এবং দেশের স্বার্থে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন না হলে অসাংবিধানিক সরকার আসার আশঙ্কা ছিল।
মঙ্গলবার বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা নিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, অনেক দেশেই হেভিওয়েট দলগুলোর মধ্যে এমন প্রচলন আছে। তবে এমন সমঝোতায় নেতাকর্মীদের অনেকে সংক্ষুব্ধ হয়েছেন বলেও জানান তিনি।
এ সময় নির্বাচনি পরিবেশ নিয়ে এখনো কথা বলার সময় আসেনি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব।