
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০২ এএম
রবিন রাফানের প্রশিক্ষণে আনসার ও ভিডিপি সদস্যদের সোশ্যাল মিডিয়া দক্ষতা বৃদ্ধি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ক একটি ব্যতিক্রমী কর্মশালা। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ আনসার এবং ভিডিপি হেডকোয়াটার্সে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
কর্মশালাটি পরিচালনা করেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং ‘বেস্ট লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর’ পুরস্কারপ্রাপ্ত রবিন রাফান। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের আধুনিক সোশ্যাল মিডিয়া কৌশল, কনটেন্ট আইডিয়া জেনারেশন, ভিডিওগ্রাফি, সম্পাদনা ও মার্কেটিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ একটি দিনব্যাপী কনটেন্ট ক্রিয়েশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আনুমানিক ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য, যারা নিজেদের দক্ষতা বাড়াতে এবং আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে বাহিনীর বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার কৌশল শিখতে আগ্রহী ছিলেন। প্রশিক্ষণে কনটেন্ট আইডিয়া জেনারেশন, স্ক্রিপ্ট রাইটিং, মোবাইল ভিডিওগ্রাফি, সম্পাদনা, ভিজ্যুয়াল এফেক্টস এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এর নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
ওয়ার্কশপ শেষে প্রধান অতিথি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এই শুভেচ্ছা স্মারকটি রবিনের সমাজে গঠনমূলক কনটেন্ট তৈরি ও ডিজিটাল বাংলাদেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
এই সম্মাননা প্রসঙ্গে রবিন রাফান বলেন, “আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। আনসার ও ভিডিপির মতো গর্বিত বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পারা এবং এই সম্মাননা গ্রহণ করাটা আমার জীবনের এক বিশেষ অধ্যায়।
মহাপরিচালক তার বক্তব্যে বলেন, “এই ডিজিটাল যুগে জনগণের সাথে আরও সখ্য বজায় রাখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রয়োজন অনেক। আমরা চাই, আমাদের বাহিনীর সদস্যরা তাদের দেশ সেবার মান দিন দিন আরও উন্নত করতে ডিজিটাল মিডিয়াকে কাজে লাগাক, তাতেই আমাদের এই দায়িত্বের আসল উদ্দেশ্য সাধন হবে । রবিন রাফান এই পথচলায় এক অসামান্য অবদান রেখেছেন।”
এই কর্মশালা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটি একটি শক্তিশালী বার্তা দেয়—বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহিনীর পাশাপাশি তরুণ প্রজন্মের কনটেন্ট নির্মাতারা যখন একসাথে কাজ করে, তখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে যায়।