মানববন্ধনে ফওজিয়া মোসলেম
সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী রাষ্ট্রগুলো গাজা যুদ্ধ টিকিয়ে রেখে সুবিধা নিচ্ছে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ টিকিয়ে রেখে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী রাষ্ট্রগুলো সুবিধা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে গাজায় নারী শিশুসহ নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় ফওজিয়া মোসলেম বলেন, গাজার যুদ্ধে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে নারী ও শিশু। জাতিসংঘ কেন এই যুদ্ধ বন্ধ করতে সফল হচ্ছে না। জাতিসংঘে যারা অর্থ সহায়তা দেয়, তারাই যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। গাজার যুদ্ধ শত বছরের সমস্যা। এই সমস্যাটা টিকিয়ে রেখে সাম্রাজ্যবাদ-পুঁজিবাদী রাষ্ট্রগুলো সুবিধা নিচ্ছে। পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ টিকিয়ে রাখছে। যারা মানবতার পক্ষে, তাদের প্রতি আহ্বান জানাব- আপনারা যুদ্ধকে না বলার জন্য শক্ত জনমত গড়ে তুলুন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাকশন এইডের মৌসুমী বিশ্বাস, অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিংয়ের পরিচালক জনা গোস্বামী, গণশক্তির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, গাজা ও রাফায় ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর ইসরাইলি বাহিনী কর্তৃক পরিচালিত বর্বর সামরিক অভিযান, অবরোধ ও গণহত্যা একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। নার্সিং শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করার মাধ্যমে ইসরাইলি বাহিনী মানবতাবিরোধী অপরাধের সব সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো বাংলাদেশের প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। আমরা বলব- শুধু মুসলিম পরিচয়েই নয়, বরং একটি স্বাধীন, মানবিক ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোকে বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক দায়িত্ব বলে মনে করি। ইসরাইলের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে হবে।