
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৩ এএম
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দাবি, না মানলে কর্মসূচির হুঁশিয়ারি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পিএম

আরও পড়ুন
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বৈষম্য নিরসনে ৮ দফা দাবি জানিয়েছে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশের ১৮টি সরকারিসহ বেসরকারি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদ্যমান বৈষম্য নিরসনের লক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।
সংগঠনের সমন্বয়ক মুসা প্রধানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন- কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী এমএ আহাদ, মো. আসাদুজ্জামান আবির, মো. শুভ সরকার, মো. মিজানুর রহমান মুন, মুনতাদ্দির রহমান, সামিউল হক, মো. নাজিম উদ্দীন, মো. কাউসার মিয়া প্রমুখ।
মানববন্ধনে লিখিত বক্তৃতায় ছাত্র সমন্বয়ক মো. আসাদুজ্জামান আবির ৮ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো-
১. ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই’র ((কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫. সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি (ইন্টার্নি) ভাতা দিতে হবে।
৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
এসব দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ছাত্র সমন্বয়ক মো. আসাদুজ্জামান আবির।