
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৩ এএম
শিক্ষায় জাতীয় আয়ের ৬ শতাংশ ব্যয় করা উচিত: সলিমুল্লাহ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
শিক্ষা খাতে জাতীয় আয়ের ন্যূনতম ৬ শতাংশ ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অব লিবারেল ডেমোক্রেসি (আইপিএলডি) আয়োজিত ‘বাংলাদেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, শ্রীলংকার নতুন সরকার তাদের শিক্ষা খাতে জাতীয় আয়ের ১০ শতাংশ ব্যয় করবে। আমরা যদি শ্রীলংকার মতো ১০ ভাগ নাও করতে পারি, অন্তত ৬ ভাগ তো করা উচিত।
সলিমুল্লাহ খান আরও বলেন, জাতিসংঘ বহু আগেই বলেছে, নিরক্ষরতা দূর করতে হলে একটি রাষ্ট্রকে তার জাতীয় আয়ের কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে। কিন্তু আমাদের এখানে যখন এই কথা বলা হয়, তখন হোসেন জিল্লুর রহমানের মতো পণ্ডিতেরা বলেন- না না, এতে তো সব দালানকোঠা নির্মাণে শেষ হয়ে যাবে। আমি বলি, দালানকোঠার জন্য আলাদা বাজেট নির্ধারণ করুন। কিন্তু শিক্ষা খাতে চলমান ব্যয়ের যে অংশ, সেটা তো আপনাকে চালাতে হবে। এটা আপনি করবেন না, আবার গণতন্ত্রের কথা বলবেন- এটা কি আপনাকে মানায়?
আইপিএলডির সভাপতি মোহাম্মদ ফজলুল আজীমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন আইপিএলডির নির্বাহী সদস্য ফয়জুল লতিফ চৌধুরী, এহসান শামীম, কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু ইউসুফ প্রমুখ।