
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম

আরও পড়ুন
চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ আজ শুরু হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে এ সম্মেলন। আগামী ৯ এপ্রিল প্রধান উপদেষ্টা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সামিটে অংশগ্রহণকারী প্রায় ১০০ জন বিনিয়োগকারীর একটি প্রতিনিধিদল আজ বেপজা ইকোনমিক জোন মিরসরাই পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলকে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করার পাশাপাশি জোনে উৎপাদনরত ও বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে থাকা শিল্প কারখানাসমূহ পরিদর্শন করানো হয়। অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন এবং তারা বেপজা ইকোনমিক জোনে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বর্তমান অর্থবছরের প্রথম নয় মাসে বেপজা ২৯টি প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে ৪৫৬.২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে এবং ৫৩ হাজার ৮৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বেপজা দেশের বিভিন্ন অঞ্চলে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি ইতোমধ্যে ৫ লাখ ৩০ হাজার লোকের কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে ৪১টি দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। যাদের মধ্যে ৪টি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে।