
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম
ঈদের ছুটি শেষে প্রশাসনে ব্যাপক উপস্থিতি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

আরও পড়ুন
ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটি শেষে রোববার সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যাপক ছিল। প্রথম কর্মদিবসে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা সময় কাটিয়েছেন। এবারের ঈদের পর প্রথম দিনে তাদের উপস্থিতির হার অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ছিল। তবে তাদের মধ্যে ঈদের আমেজ কাটেনি। কাজকর্মও তেমন হয়নি।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগই উপস্থিত ছিলেন। তবে অনেক কর্মকর্তা অফিসে এসে কিছু সময় নিজ দপ্তরে অবস্থান করে ব্যাচম্যাট বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে আর অফিসে ফেরেননি। অনেক কক্ষে চেয়ার টেবিল-ফাঁকা ছিল। পুরোদমে কর্মব্যস্ততা শুরু হতে আরও দুদিন লাগতে পারে বলে মন্তব্য করেছেন কর্মকর্তা কর্মচারীরা।
এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অনেকটাই ফাঁকা ছিল। সচিবালয়ের করিডর ও লিফটগুলোর সামনেও ভিড় ছিল না। সচিবালয়ে দর্শনার্থী কক্ষটি ছিল ফাঁকা।
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার অফিস খুললেও অনেকে ঐচ্ছিক ছুটি উপভোগ করছেন। ঈদের পর প্রথম কর্মদিবস মোটামুটি এমনই হয়ে থাকে। খুব একটা কাজ হয় না। যারা অফিসে এসেছেন তারা গল্প আড্ডায় সময় কাটাচ্ছেন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মাগুরার শিশু আছিয়ার মামলার বিচারকাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে। এ ব্যাপারে কাজ করছে আইন মন্ত্রণালয়। এ বিচার নিয়ে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। বিচার যাতে দ্রুততম সময়ে হয়, সে ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর বলেন, ঈদে লম্বা ছুটি পেয়ে সবাই খুশি। প্রায় সব কর্মকর্তা কর্মস্থলে পৌঁছে গেছেন। দু-একদিনের ভেতর কর্মব্যস্ততা বাড়বে।
সচিবালয়ে আউটসোর্সিংয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ফয়সাল আহমেদ বলেন, ছুটিতে জামালপুর গিয়েছিলাম। অফিসে ফিরে ভালো লাগছে।
৩১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষ্যে ২৯, ৩০, ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল এবং ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। সব মিলিয়ে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করেন।