
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম
ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা চলছে ঢাকা মেডিকেলে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঈদের দিনেও সেবা কার্যক্রম থেমে নেই। দেশের বৃহৎ এ হাসপাতালে ঈদের দিনেও দুই হাজারের অধিক রোগী ভর্তি আছেন। জরুরি বিভাগে একের পর এক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা। ঈদের ছুটিতেও দুই শতাধিক চিকিৎসক আর পাঁচ শতাধিক নার্স ঢামেকে সেবা দিয়ে যাচ্ছেন।
ঈদের দিন সকালে ঢামেক পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবু জাফর সেবার মানে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ দেন বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান।
পরিচালক আরও বলেন, আমরা ঈদের দিনেও রোগীদের পাশে আছি। সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান এবং বিশেষ করে আজকের এ আয়োজনে বিশেষ ভূমিকার জন্য উপপরিচালক ডাক্তার আশরাফুল আলমকে ধন্যবাদ দেন।
উপপরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা হাসপাতালে এসেছি। ঢাকা মেডিকেল এদেশের মানুষের কাছে চিকিৎসার শেষ ভরসার জায়গা। স্বাভাবিকের চেয়ে কিছু কমলেও ঈদের দিনেও এখানে দুই হাজারের বেশি রোগী ভর্তি আছে। ছুটির দিনেও পরিবার পরিজন রেখে স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত থাকা চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।
ঈদের ছুটিতে স্বাস্থ্যকর্মীদের এ ত্যাগের কথা স্মরণ করে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আব্দুল হানিফ টাবলু সেবায় নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল ঈদ অথবা দুর্যোগ কখনোই রোগীদের সেবা থেকে বঞ্চিত করে না।
এ প্রসঙ্গে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব ডাক্তার জাকারিয়া আল আজিজ বলেন, আজকে ছুটির দিনেও আমি আমার রোগীদের দেখতে এসেছি, তাদেরকে ঈদ মোবারক জানাতে এসেছি।
হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান নোমান বলেন, ঈদের ছুটিতেও আমাদের চিকিৎসক ভাই বোনেরা সেবা দিয়ে যাচ্ছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মেহেদী হাসান (৩৬) এবং আবেদ আলী (৫৮) এবং অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন অনিকের (২০) সঙ্গে সাক্ষাৎকালে তারাও বলেন, ঈদের দিনে সেবা পেয়ে তারাও খুশি। হাসপাতালের অন্যান্য রোগীরাও এ বিশেষ দিনে কর্তব্যরত ডাক্তার, নার্স, ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সাধুবাদ জানান।
এ সময় নার্সিং সুপারভাইজার এবং অন্যান্য সিনিয়র নার্সিং কর্মকর্তারাও উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন। পরিদর্শনের সময় কর্মচারী নেতাদের মধ্যে মো. শিপন মিঞা, মো. আজিমসহ আরও অনেকেই উপস্থিত থেকে রোগীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্তি করেন।
ঢাকা মেডিকেল জন্মের পর থেকেই দেশের আপামর মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। ঈদের দিনে যখন অনেক বেসরকারি ক্লিনিক সীমিত সেবা দিচ্ছে সেখানে ঢাকা মেডিকেল সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবার জন্য ভরসার জায়গা।