
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম
ঈদের দিন সকালে কেমন থাকবে আবহাওয়া

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশের সব এলাকায় সোমবার সকালে ঈদের নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারপর স্বজনদের সঙ্গে দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াই প্রধান কাজ হয়ে ওঠে সবার। তবে এতে মাঝেমধ্যেই বাগড়া দেয় আবহাওয়া।
৩৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার, অর্থাৎ ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।