
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পিএম
৯ম গ্রেড চেয়ে প্রধান উপদেষ্টাকে শিক্ষা অফিসারদের স্মারকলিপি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:১৯ পিএম

আরও পড়ুন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে প্রধান উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর বিভিন্ন জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রোববার বাংলাদেশ
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই স্মারক লিপি দেওয়া হয়। বাংলাদেশ
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব আল আমিন হাওলাদার
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,
সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ১৯৯৪ সাল হতে অদ্যবধি ১০ম গ্রেড রয়েছে। দীর্ঘ ৩০
বছর এই গ্রেডের উন্নতি না হওয়ায় তারা বৈষম্যের স্বীকার হয়েছে। উপজেলা বা থানা সহকারী
প্রাথমিক শিক্ষা অফিসারের পদসংখ্যা ২ হাজার ৬০৭টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের
পদসংখ্যা ৫১৬টি। নিয়োগ বিধিতে উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণের উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতির হার ৫০ শতাংশ। যা ৫১৬ এর ৫০ শতাংশ হারে ২৫৮টি
পদের পদোন্নতির জন্য ফিডার পদ ২ হাজার ৬০৭টি। ফলে প্রতি ১০ জনে ১জন পদোন্নতির সুযোগ
প্রাপ্ত হন। দীর্ঘ ২০ থেকে ২৫ বছরে একই পদে চাকরি করে অধিকাংশ কর্মকর্তা অবসরে যাচ্ছেন,
যা খুবই হতাশাজনক।
এতে আরও বলা
হয়, সম্প্রতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে
গত ১৩ মার্চ সিভিল রিভিউ পিটিশন নং ১২৪/২০২২ খারিজ হয়। মূল মামলার রিট পিটিশন নং ৩২১৪/২০১৮
এর রায় বহাল থাকে। প্রধান শিক্ষক পদটি ১০ম গ্রেডে উন্নীতকরণের চূড়ান্ত রায় প্রদান করা
হয়। উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ তাদের সরাসরি মনিটরিং, মেন্টরিং
ও নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসাবে সমগ্রেড হওয়ায় স্কুল মনিটরিং করাসহ বিভিন্ন কাজে
প্রশাসনিক জটিলতা তৈরি হবে, এমনটি মাঠ প্রশাসনে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়বে। বর্তমান
পরিস্থিতিতে উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেড হতে ৯ম গ্রেডে
উন্নীত করা একান্ত প্রয়োজন। বিদ্যালয়ের প্রশাসনিক, মনিটরিং, মেন্টরিং কাজে গতিশীলতা
আনায়ন ও মেধাবীদের ধরে রাখতে হলে উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটিকে
৯ম গ্রেডে উন্নীত করা সময়ের দাবি।