Logo
Logo
×

অন্যান্য

অবৈধ সম্পদ অর্জন

সাবেক এমপি শাহীন চাকলাদার ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:৩৯ এএম

সাবেক এমপি শাহীন চাকলাদার ও স্ত্রীর  বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

প্রথম মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেন করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধ পথে তিনি এই অর্থ উপার্জন করেছেন।

দ্বিতীয় মামলায় শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে ফারহানা মালা সম্পদশালী হয়েছেন বলে এজাহারে বলা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন শাহীন চাকলাদার।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম