Logo
Logo
×

অন্যান্য

কামরাঙ্গীরচরের ৭৭ হাজার মানুষকে চিকিৎসা দিল এমএসএফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম

কামরাঙ্গীরচরের ৭৭ হাজার মানুষকে চিকিৎসা দিল এমএসএফ

রাজধানীর কামরাঙ্গীরচরে দশ বছরে ৭৭ হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ‘মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) তথা সীমান্তবিহীন চিকিৎসক দল। যার মধ্যে ১৪ বছরের কম বয়সি প্রায় ১ হাজার শিশু রয়েছে।

সংস্থাটি শিশু অপুষ্টি, কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা শিকার নারী-পরুষদের যত্ন এবং কারখানার শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছে। এ লক্ষ্যে ২০১৩ সালে সংস্থাটি কামরাঙ্গীরচরে আলী নগর এবং মাদবর বাজারে ক্লিনিক পরিচালনা করেছে। পাশাপাশি কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালকে সহায়তা করেছে।

২০১০ সালে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় আসা নারী, পুরুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে।

মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গত এক দশক ধরে চলা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঘনবসতিপূর্ণ শিল্প এলাকা হিসেবে পরিচিত কামরাঙ্গীরচরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রেজওয়ানুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রকাশ কান্তি চৌধুরী ও এমএসএফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ওরলা মারফি প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম