Logo
Logo
×

অন্যান্য

হাসিনা ও আ.লীগের বিচারের দাবিতে শাহবাগে নারী সমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

হাসিনা ও আ.লীগের বিচারের দাবিতে শাহবাগে নারী সমাবেশ

জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নারী সমাবেশ শুরু হয়েছে।

রোববার বিকাল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের নারীরা’ ব্যানারে এই নারী সমাবেশ শুরু হয়।

এর আগে দুপুর ২টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহিদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হন।

আয়োজকরা বলেন, জুলাইয়ের আন্দোলনে নারীরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছে। হলের তালা ভেঙে রাজপথে নেমেছে। আমাদের ভাইদের যখন ধরে নিয়ে যাচ্ছিল, নারীরাই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছে। এই আন্দোলনসহ অতীতের সব আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারপরও নারীরা অবহেলার শিকার, লাঞ্চনার শিকার। মনে রাখতে হবে- এসব নারীদের মধ্য থেকে রাজনীতিতে আসবে, দেশের ইতিহাস গড়বে। তাই যে কোনো আন্দোলনে নারীদের এগিয়ে আসতে হবে।

জাতীয় নাগরিক কমিটির নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় নারী সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সারোয়ার তুষার, সালেহউদ্দিন সিফাত, ডা. মাহমুদ মিতু, অর্পিতা শ্যামা দেব, তাজনূভা জাবিন, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম, তুহিন খান, আকরাম হোসাইন প্রমুখ।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম