Logo
Logo
×

অন্যান্য

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো মনিরুজ্জামানকে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো মনিরুজ্জামানকে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক একেএম মনিরুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে পদ-পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ উঠার পর এ সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২২ জানুয়ারির মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ওই দিন দুপুরে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে নিয়োগ পান মনিরুজ্জামান। সম্প্রতি তার বিরুদ্ধে পদ-পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ পেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ জন্য তাকে গুরুত্বপূর্ণ ওই দপ্তর থেকে বদলি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় পরিচালক মনিরুজ্জামান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম