Logo
Logo
×

অন্যান্য

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ গায়েবানা জানাজা বিক্ষোভ

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ গায়েবানা জানাজা বিক্ষোভ

উগ্রবাদী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় তার অনুসারীদের দ্বারা চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজধানীর উত্তরায় ব্যাপক প্রতিবাদ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে চারটার উত্তরার হাউজবিল্ডিং-বিএনএস সেন্টার এলাকায় উত্তরার একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাধারণ জনতা এ কর্মসূচি পালন করেন।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ ও বৃহত্তর উত্তরা ছাত্র-জনতা ব্যানারে এতে অংশ নেন প্রায় সহস্রাধিক মানুষ।

এ সময় মিছিলকারীরা ইসকনকে নিষিদ্ধ এবং চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে নানা স্লোগান দেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা ইউনিভার্সিটি খেলার মাঠে গায়েবানা জানাজা ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘ইসকনের দালালেরা হুঁশিয়ার-সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার-সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

দুপুর সাড়ে বারটায় গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসকনকে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। তারা এখন তথাকথিত সংখ্যালঘুদের ব্যবহার করে ছাত-জনতার রক্তের ওপর ক্ষমতায় বসতে চাচ্ছে।’

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া রিফাত হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের ঘটনায় আদালত এলাকায় যেভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে, এটা বর্বর-সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না।’

জানাজায় অংশ নেওয়া সিভিল ইন ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাহরিয়ার পারভেজ বলেন, ‘যেহেতু আমরা সব ধর্ম-বর্ণ নির্বিশেষে আন্দোলন করে দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি, তাই আওয়ামী লীগ এখন আমাদের ঐক্য নষ্ট করতে চায়। সেজন্যই শুরু থেকেই চিন্ময় কৃষ্ণ নামের ওই ব্যক্তি হিন্দুদেরকে নানাভাবে উসকানি দিয়ে আসছিল। ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যালঘুর নাটক সাজিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এসব ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকেই চিন্ময় কৃষ্ণ দাস একের পর এক দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল। সে ধর্মীয় লেবাসের আড়ালে সাধারণ হিন্দুদেরকে উসকানি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত তার অনুসারীরা একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড।’

এর আগে সকাল সাড়ে ১০টায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারী ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম