Logo
Logo
×

অন্যান্য

সংবাদ সম্মেলনে যুক্ত ফোরাম

অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিপ্লবী সরকার গঠন করতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিপ্লবী সরকার গঠন করতে হবে

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করতে হবে। অন্যথায় সংস্কার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘বিপ্লবী সরকারের দাবি ও রূপরেখা উপস্থাপনে’ আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বক্তারা। যুক্ত ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংগঠনের সমন্বয়ক চাষি মামুন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই গদি বসিয়েছে ফ্যাসিবাদীরা। এ যেন বিপ্লবের ভেতরে ফ্যাসিবাদের বসবাস। তাদের সরাতে হবে, তা-না হলে রাষ্ট্র সংস্কার তো দূরের কথা সামান্য পরিবর্তন আনাও চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে।

যুক্ত ফোরাম ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়ে বিপ্লবী সরকার গঠনের রূপরেখা পেশ করেছে। দলটির নেতারা বলেন, বিপ্লবী জাতীয় সরকার শপথ নেবে জাতীয় শহিদ মিনারে জুলাই-আগস্টের শহিদ পরিবারের সদস্যের কাছে। তাদের বৈধতার ম্যান্ডেট হবে ৫ আগস্টের ছাত্র-জনতা। এই সরকারে সশস্ত্র বাহিনীসহ সব স্টেকহোল্ডার থাকবে। ফ্যাসিবাদী সংবিধান রহিত করে নতুন সংবিধানের ব্যবস্থা করবেন তারা। রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে টেকসই গণতান্ত্রিক ধারায় ফেরাবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেশিরভাগ রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বকে সরাসরি বিতর্কিত করে প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিপ্লব অর্জনে সাময়িক ঐক্য হলেও বিপ্লব বাঁচাতে এখন ন্যূনতম ঐক্যের আগ্রহ নেই। চিরাচরিত ক্ষমতার গদির জন্যই রাজনৈতিক দলগুলো লেগে পড়েছে।

জাতীয় সরকারের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, যুক্ত ফোরামের সেক্রেটারি বিপ্লব পোদ্দার, যুক্ত ফোরামের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম