Logo
Logo
×

অন্যান্য

প্রতিবন্ধীদের জন্য সংস্কার কমিটি গঠনের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

প্রতিবন্ধীদের জন্য সংস্কার কমিটি গঠনের দাবি

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংস্কার কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী এই দাবি জানান। 

এ সময় বক্তব্য রাখেন জাবির সরকার ও রাজনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাজিম হোসেন, ১ম বর্ষের স্বাধীন হোসেন, দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহিনী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাফসিরুলুল্যাহ প্রমুখ।

তারা জানান, প্রতিবন্ধীরা সমাজ ও রাষ্ট্রে বরাবরের মতোই অবহেলিত। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করলেও তাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে তেমন কোনো সুযোগ-সুবিধা নেই বললেই চলে। যারা জীবনের সঙ্গে সংগ্রাম করে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে তারাও প্রতিবন্ধিতার কারণে প্রচলিত পদ্ধতিতে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। তাছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্রেইল পদ্ধতির বই-পুস্তকের প্রচণ্ড সংকটের কারণে তারা শিক্ষার ক্ষেত্রেও তেমন একটা সুবিধা করতে পারে না। এজন্য প্রতিবন্ধীদের উপযোগী আলাদা কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম