প্রতিবন্ধীদের জন্য সংস্কার কমিটি গঠনের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংস্কার কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী এই দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন জাবির সরকার ও রাজনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাজিম হোসেন, ১ম বর্ষের স্বাধীন হোসেন, দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহিনী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাফসিরুলুল্যাহ প্রমুখ।
তারা জানান, প্রতিবন্ধীরা সমাজ ও রাষ্ট্রে বরাবরের মতোই অবহেলিত। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করলেও তাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে তেমন কোনো সুযোগ-সুবিধা নেই বললেই চলে। যারা জীবনের সঙ্গে সংগ্রাম করে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে তারাও প্রতিবন্ধিতার কারণে প্রচলিত পদ্ধতিতে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। তাছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্রেইল পদ্ধতির বই-পুস্তকের প্রচণ্ড সংকটের কারণে তারা শিক্ষার ক্ষেত্রেও তেমন একটা সুবিধা করতে পারে না। এজন্য প্রতিবন্ধীদের উপযোগী আলাদা কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তারা।