‘আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে পাবলিক’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনালের (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগে পুলিশ ভুয়া মামলা দিত- এখন দিচ্ছে পাবলিক। মঙ্গলবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকার পতনের পর হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া মামলায় যেন কাউকে হেনস্তার শিকার হতে না হয়, সেই ব্যাপারে সজাগ রয়েছি। এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। প্রকৃত মামলা হলে আপনারে ধরার কথা। এরকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে? মামলাটাতো পুলিশ, র্যাব, আর্মি, আনসার দেয়নি। পাবলিক দিয়েছে। এরপরও আপনি যে কোনো হেনস্তার শিকার হননি এজন্য আমাদের ধন্যবাদ দেওয়ার কথা। আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিত। এখন জনগণ দিচ্ছে ১০টা নাম ৫০টা বেনামি।
ভারতের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী একটি দেশ মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আপনাদের কাছে অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই।
এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশের আইজিপি ময়নুল ইসলাম এনডিসি, র্যাবের ডিজি একেএম শহিদুর রহমান, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।