দাবি আদায়ে ফের সচিবালয়ে সক্রিয় কর্মচারীরা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত
ফের দাবি আদায়ে সচিবালয়ে সক্রিয় হচ্ছে কর্মচারী সংগঠনগুলো। তারা বুধবার জনপ্রশাসন সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করবেন। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের তরফ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈষম্যের শিকার ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা এবং আর্থিক সুবিধা প্রদানসহ পদোন্নতির প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে। বিগত সরকারের সময়ে চুক্তিভিত্তিক সব নিয়োগ দেওয়া বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। অবৈধ সরকারের নিয়োগ দেওয়া প্রশাসনের শীর্ষ (ইন সার্ভিসে) পর্যায়ের কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মাঠ প্রশাসনে দলকানা, বিতর্কিত ডিসিদের প্রত্যাহার করে নিরপেক্ষ, সৎ ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। যথাসময়ে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এদিকে পদনাম পরিবর্তন, পদসংরক্ষণসহ কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ক্যান্টিনে বৈঠক করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনের সভাপতি বাদিউল কবির ও মহাসচিব মো. তোয়াহা সভায় বক্তৃতা করেন। সংগঠনের নেতারা অবিলম্বে কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যৌক্তিক দাবি মানতে গড়িমসি করলে কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে তারা সতর্ক করেন।