Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে একদিনে ১০৫২ রোগী ভর্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

ডেঙ্গুতে একদিনে ১০৫২ রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২২ জনের।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ১২০ ডেঙ্গু রোগী। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় রয়েছেন ১ হাজার ৬২০ জন। বাকি ২ হাজার ৩৭৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম