তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু শনিবার
উদ্বোধনী বক্তা প্রধান উপদেষ্টা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
দেশ-বিদেশের ৮০০ প্রতিনিধির অংশগ্রহণে ৩ দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে শনিবার। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তৃতীয়বারের মতো এই সম্মেলন চলবে সোমবার পর্যন্ত।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তা হিসাবে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সিজিএসের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়- এই সংলাপে বিশ্বের ৮০টি দেশের লেখক, গবেষক, রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেবেন। ভূ-রাজনীতি, অপতথ্য, মানবাধিকারসহ পাঁচটি বিষয়ে সংলাপ হবে। বিভিন্ন দেশের ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি ও ৮০০ অতিথি থাকবেন। এই আয়োজনে শুধু নিবন্ধিত অতিথিরাই অংশ নিতে পারবেন। আলোচনার বিষয়গুলো হলো- গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূ-রাজনীতি ও মানবাধিকার। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ৭৭টি সেশন চলবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিজিএসের চেয়ারম্যান মুনিরা খান, চিফ অব স্টাফ দিপাঞ্জলী রায় ও প্রগ্রাম ডিরেক্টর সুবীর দাস।
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ প্রথম হয়েছিল ২০২২ সালের নভেম্বরে। গত বছর হয়েছিল অক্টোবরে।