Logo
Logo
×

অন্যান্য

নদীদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা সাখাওয়াত

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

নদীদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা সাখাওয়াত

নদীদূষণ রোধে পর্যায়ক্রমে কার্যকর সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডেমরাঘাট শুল্ক আদায়কেন্দ্র সংলগ্ন চনপাড়া, ডেমরা, নারায়ণগঞ্জ ইকোপার্ক উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নদী তীরবর্তী স্থানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করা হবে উল্লে­খ করে এম সাখাওয়াত হোসেন বলেন, নদীর চর ও তীরবর্তী অংশে ওয়াকওয়ে ও ইকোপার্ক গড়ে তোলা হবে। 

তিনি বলেন, ঢাকা ও আশপাশের নদীগুলোতে রাজধানীসহ বিভিন্ন এলাকার সব ধরনের বর্জ্য নির্বিচারে ফেলা হচ্ছে, যা বন্ধ করা জরুরি।

উপদেষ্টা বলেন, দূষণের কারণে নদীতে এখন জলজ প্রাণের অস্তিত্ব বিপন্ন। তাই নদী তীরবর্তী অধিবাসীদের মাঝেও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর পরিচ্ছন্নতার লক্ষ্যে কিছুতেই নদ-নদীতে যেন গৃহস্থালি বর্জ্য ফেলা না হয়। 

এ সময় নৌপরিবহণ উপদেষ্টার সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম