স্বাস্থ্যের দুই যুগ্মসচিবের দুর্নীতি তদন্তে কমিটি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দুই যুগ্মসচিব বেগম মলিকা খাতুন এবং মোহাম্মদ আবদুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এ অভিযোগ তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্দেশনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী যুগান্তরকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি আমরা পেয়েছি। চিঠিতে উলেখিত নির্দেশনার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুস সালাম খানকে প্রধান এবং আরও দুজনকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের (কর্মদিবস) মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শনিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মোহাম্মদ আবদুস সালাম খান বলেন, ‘আমরা (তদন্ত কমিটি) কাজ শুরু করেছি। দুটি মিটিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর ওই দুই সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এক ঠিকাদার ব্যবসায়ী। অভিযোগ আমলে নিয়ে ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওলিউজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, মলিকা খাতুন ও আবদুল কাদেরের বিরুদ্ধে দীর্ঘদিন একই মন্ত্রণালয়ে থেকে নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কলেজে সিন্ডিকেট তৈরি করে টেন্ডার বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চাপ দিয়ে পছন্দের ব্যক্তিদের দরপত্র পাইয়ে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা ঘুস বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ঠিকাদার ব্যবসায়ী আব্দুল কালাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলে যুগ্মসচিব বেগম মলিকা খাতুন (চিকিৎসা শিক্ষা অধিশাখা) এবং মোহাম্মদ আবদুল কাদের (পার অধিশাখা)। এই দুই যুগ্মসচিবকে স্বপদে রেখে সঠিক তদন্ত করা কঠিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পদ থেকে সাময়িক বহিষ্কার করা। এরপর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।