Logo
Logo
×

অন্যান্য

ছাত্র আন্দোলন

আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম

আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে এবার যুক্তরাজ্য থেকে মেডিকেল টিম বাংলাদেশে এসেছে। দুজনের মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি রোগীদের মঙ্গলবার পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজ্জামান জানান, ওই চিকিৎসক টিম হাসপাতালে ৬৫ রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সঙ্গে একমত পোষণ করেছেন। এদের মধ্যে ১৪ থেকে ১৫ রোগীর ব্যাপারে কাল (আজ) তারা বিস্তারিত প্রতিবেদন দেবেন। পরবর্তীতে প্রতিবেদনের ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। রোগীদের সুচিকিৎসার্থে এ চিকিৎসক টিম ১৮ নভেম্বর পর্যন্ত দেশে অবস্থান করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম