Logo
Logo
×

অন্যান্য

শহিদ ও আহত পরিবারের সহায়তায় ‘বিশেষ সেলে’ তিন কর্মকর্তা সংযুক্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পিএম

শহিদ ও আহত পরিবারের সহায়তায় ‘বিশেষ সেলে’ তিন কর্মকর্তা সংযুক্ত

জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় গঠিত ‘বিশেষ সেল’ এ সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। 

সোমবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

সংযুক্ত হওয়া কর্মকর্তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ এনামুল কবির, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নওশের আহমেদ। 


Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম