পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৫ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনকে রংপুর জেলায়, মিজানুর রহমান ভূঁইয়াকে শেরপুর জেলায়, বিজয়া সেনকে নৌ পুলিশে, এমএম মোহাইমেনুর রশিদকে সিআইডিতে, জামিনুর রহমান খানকে মেহেরপুর জেলায়, আবু রাসেলকে রাজবাড়ী সদর সার্কেলে, নোবেল চাকমাকে ফেনী জেলায়, এবিএম নায়হানুল বারীকে পুলিশ সদর দপ্তরে, ইশতিয়াক আহমেদকে রাঙ্গামাটির পিএসটিএসে, সানজিদা আফরিনকে রংপুর পিটিসিতে, শেখ সাব্বির হোসেনকে মাদারীপুর জেলায়, দীপংকর ঘোষকে র্যাবে, খাইরুল আনামকে খুলনার বি সার্কেলে, একেএম ওহিদুন্নবীকে নীলফামারীর সৈয়দপুর সার্কেলে, আনিসুর রহমানকে মুন্সীগঞ্জের শ্রীনগর সার্কেলে, মাহমুদুল হাসান মামুনকে সিএমপিতে ও কামরুল হাসানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।
বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন- সহকারী পুলিশ সুপার ইলিয়াস কবিরকে ডিএমপিতে, জিএম মাজহারুল ইসলামকে সিএমপিতে, বার্নাড এরিক বিশ্বাসকে র্যাবে, মাসুদ রানাকে কুড়িগ্রাম বুড়িমারী সার্কেলে, মাহমুদুল হাসানকে রাঙ্গামাটি বাঘাইছড়ি সার্কেলে, রকিবুল হাসানকে সিএমপিতে, নিয়াজ মেহেদীকে নীলফামারী ডোমার সার্কেলে, দেলোয়ার হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, নিত্যানন্দ দাসকে ট্যুরিস্ট পুলিশে, আশফাক আহমেদকে এপিবিএনে, বেলায়েত হোসেনকে রাঙ্গামাটি রাজস্থলী সার্কেলে, আরিফুল ইসলামকে কুমিল্লা হোমনা সার্কেলে, আরিফুল হোসেন তুহিনকে সিআইডিতে, রেজওয়ানা কবির প্রিয়াকে ডিএমপিতে, সালাউদ্দিন কাদেরকে মাদারীপুর জেলায়, জায়েদ হাসানকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সার্কেলে, তোয়াহা ইয়াসীন হোসেনকে ডিএমপিতে ও নুরুল মুক্তাকীনকে পার্বত্য অঞ্চলের এপিবিএনে বদলি করা হয়েছে।