Logo
Logo
×

অন্যান্য

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বদলে জাতীয় রাজনীতির পরামর্শ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বদলে জাতীয় রাজনীতির পরামর্শ

প্রতীকী ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ বার অ্যাসোসিয়েশন প্রেসক্লাব এবং সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান দলীয় রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় ফেডারেশন।

শাহ মো. খসরুজ্জামান বলেন, দেশের শিক্ষার্থীদের আত্মত্যাগে বলীয়ান হয়ে তরুণদের প্রতিটি পদক্ষেপই বাংলাদেশে শোষণমুক্ত বৈষম্যবিহীন এক নতুন সমাজ গড়ে উঠার অধ্যায় সূচিত হয়েছে। এ অবস্থা থেকে কোনোভাবেই পেছনে ফিরে যাওয়া যাবে না। অগনিত শহিদের ও আহতদের রক্তে ভেজা তরুণদের আবিষ্কৃত মুক্তির পথকে নষ্ট করতে দেওয়া হবে না। 

বিবৃতিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ করার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিন্ডিকেটকে আইনজীবীদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

খসরুজ্জামান দেশ ও জাতির কল্যাণে জাতীয় ঐক্য গড়ে তুলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বদলে জাতীয় রাজনীতির জন্য পরামর্শ দেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম