বন্ধের দিনেও চলল মেট্রোরেল, থামল কাজীপাড়ায়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
মেট্রোরেল
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রোরেল চলল। থামল কাজীপাড়া স্টেশনে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল কাজীপাড়া স্টেশন। মেরামতের পর আজ ফের চালু হলো।
শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় কাজীপাড়া স্টেশন। এ সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা।
এদিন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ কাজীপাড়া স্টেশনে আসেন। তিনি বন্ধের দিনে মেট্রোরেল চলাচল বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, আমরা আজ কাজীপাড়া স্টেশন চালু করলাম। শুক্রবার কেমন ইম্প্যাক্ট পড়ছে ডাটা কালেকশন করে দেখব। আমাদের টার্গেট সাড়ে তিন মিনিট পরপর মেট্রোরেল চালানো। মেট্রোরেলকে কমার্শিয়ালি এগোনোর জন্য আমরা চেষ্টা করছি।
শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচি- উত্তরা থেকে মতিঝিল রুটে বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর মতিঝিল থেকে বিকাল ৩.৫০ মিনিট থেকে রাত ৯.৪০ মিনিট পর্যন্ত চলবে।