Logo
Logo
×

অন্যান্য

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম হত্যা, সহকারীর ৪০ বছরের সাজা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম হত্যা, সহকারীর ৪০ বছরের সাজা

উদ্যোক্তা ফাহিম সালেহ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা, বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ফাহিম সালেহকে হত্যার দায়ে তার সহকারী টাইরেস ডেভন হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এক বিবৃতিতে বলেছেন, ফাহিম সালেহকে নির্মমভাবে হত্যা করার জন্য আজ (১১ সেপ্টেম্বর) শাস্তির মুখোমুখি হচ্ছেন টাইরেস হাসপিল।

অ্যাটর্নি বলেন, এই শাস্তি মি. সালেহকে ফিরিয়ে দেবে না, কিন্তু আমি আশা করি তার শোকাহত পরিবার একটি পরিসমাপ্তি পাবে।

২০২০ সালে ফাহিমের কাছ থেকে প্রায় ৪ লাখ ডলার চুরির পর তাকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড করেন টাইরেস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম