Logo
Logo
×

অন্যান্য

ঢামেকে কারাবন্দির মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. স্বপন (৩৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তার বাবার নাম ইদু মিয়া।

সোমবার সকাল সাড়ে ৬টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী মেহেদী হাসানসহ কয়েকজন স্বপনকে ঢামেক হাসপাতালে আনেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বপনকে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৬টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কী মামলায় বন্দি ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম