Logo
Logo
×

অন্যান্য

যৌথভাবে কাজ করবে বিপিএ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র আন্দোলনে আহতদের ফিজিওথেরাপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

যৌথভাবে কাজ করবে বিপিএ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ফিজিওথেরাপি দিতে এক সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে যৌথভাবে কাজ করবে বিপিএ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানানো হয়। 

অনুষ্ঠানে “বৈষম্যেবিরোধী আন্দোলনে আহতদের জন্য পুনর্বাসনে ফিজিওথেরাপির চিকিৎসার গুরুত্ব” শীর্ষক আলোচনায় বৈষম্যে বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী,সাধারণ জনতা, অভিভাবক, উপস্থিত ছিলেন এবং তারা  তাদের আন্দোলনকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। 

আন্দোলনে আহতরা বিপিএ এর আয়োজনে বিনামুল্যে ফিজিওথেরাপি চিকিৎসা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বিপিএ নেতৃবৃন্দ  বৃহৎ পরিসরে আহতদের শারীরিক পুনর্বাসনে ফিজিওথেরাপি প্রদানের বিষয়ে সরকারি উদ্যোগ নিতে আহ্বান জানায়। পাশাপাশি উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কমিটির সমন্বয়কদের কাছে এই বিষয়ে সরকারের সাথে সংযোগ স্থাপন করে ফিজিওথেরাপি সেবাকে আহতদের মাঝে সঠিকভাবে পৌঁছানোর অনুরোধ জানায় বিপিএ। 

গোলটেবিল  আলোচনায় অংশ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের  স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় সমন্বয়ক  তারেক রেজা আহতদের শারীরিক পুনর্বাসনে দীর্ঘ মেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব তুলে ধরে সরকারের সাথে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশনকে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের কথা বলেন। পাশাপাশি, বিপিএ এর গৃহীত উদ্যোগকে স্বাগত জানান তিনি। 

আহতদের মধ্যে বক্তব্য রাখেন তিতুমির কলেজের সালমান, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেয়াত লদি, ডান হাত হারানো শিক্ষার্থী আতিকুল ইসলাম, পা হারানো রিফাতের পিতা রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহজাবিন হক, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি শিমা দত্ত, বিপিএ সভাপতি ডা. দলিলুর রহমান,  মহাসচিব ডা. ফরিদ উদ্দিন,  কেন্দ্রীয় সমন্বয়ক  শাহীনুর সুমি, সমন্বয়ক ডা. মনিরুজ্জামান, ডা. আতাউর রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমন্বয়ক সাদিক আল আরমান, নাইম আবেদিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, রিজাজ উদ্দিন সাকিব, মেহেদি হাসান, ব্রাক ইউনিভার্সিটির সমন্বয়ক সিফাত শাহরিয়ার, ইউ ল্যাব এর  সমন্বয়ক ফারহান হাসান বর্ণ প্রমুখ ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম