নির্বাচন কমিশনের (ইসি) দুজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তারা হলেন- অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. ফরহাদ হোসেন। রোববার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ফরহাদ আহাম্মদ খান দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের নেতারা তার কক্ষে অবস্থান করতেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইসির তৎকালীন সচিব মো. জাহাংগীর আলমের নেতৃত্বে ইসির কয়েকজন কর্মকর্তা শেখ হাসিনাকে ফুল দিতে যান। ওই প্রতিনিধি দলে ফরহাদ আহাম্মদ খানও ছিলেন।
ওএসডি করার বিষয়ে জানতে চাইলে টেলিফোনে ফরহাদ আহাম্মদ খান বলেন, কী কারণে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি বুঝতে পারছি না। সোমবার অফিসে গেলে বুঝতে পারব।
এদিকে ফরহাদ হোসেনকে ওএসডি করার কারণ হিসাবে জানা যায়, তার অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকটি এনআইডি সংশোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তার অজ্ঞাতে কীভাবে তা সংশোধন হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।