![ডেঙ্গুতে ৮ মাসে ৯২ জনের মৃত্যু](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/09/degu-66de36dee91c8.jpg)
ডেঙ্গুতে আক্রন্ত হয়ে জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গত আট মাসে মারা গেছেন ৯২ জন। রোববার মশাবাহিত রোগবিষয়ক জাতীয় কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ।
এ সময় জানানো হয় গত বছর একই সময়ে মৃত্যুর সংখ্যা ছিল ৬৯১ জন। এ হিসাবে গত বছরের তুলনায় ডেঙ্গুতে এবার ৫৯৯ জন কম মারা গেছেন। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মহানগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৬৩ জন। এসময়ে ঢাকা মহানগরের বাইরে মারা গেছেন ২৯ জন।
বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রথম দিকে ডেঙ্গু নিয়ে দেশে দিশেহারা ভাব ছিল। তবে আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এনেছি। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮০৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৬ হাজার ২০৯ জন এবং মহানগরের বাইরে ৮ হাজার ৫৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এদিকে শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ের মধ্যে সারাদেশে ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এ নিয়ে চলতি বছরে মোট ১৩ হাজার ৯৯২ জন ছাড়পত্র পেলেন।