Logo
Logo
×

অন্যান্য

ব্যয় সংকোচনে উপদেষ্টা ফাওজুলের ৪ নির্দেশনা

Icon

বাসস

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

ব্যয় সংকোচনে উপদেষ্টা ফাওজুলের ৪ নির্দেশনা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সরকারের ব্যয় সংকোচনে নিজের দায়িত্বে থাকা তিন মন্ত্রণালয়ে চারটি নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার উপদেষ্টার দপ্তর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রতা সাধন করতে হবে। ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে। উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে এবং ইতোপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে- তা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে।

নির্দেশনাগুলো উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনস্থ সব দপ্তর, সংস্থা, কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম