বন্যার্তদের এক দিনের বেতন দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:৫১ এএম
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ১১ জেলার নিম্নাঞ্চল। নতুন করে বন্যার পানিতে ডুবেছে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা। তবে এবারের বন্যায় এক নতুন বাংলাদেশ দেখেছে বিশ্ব। যে যেখান থেকে যেভাবে পারছে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে। সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী করছেন সর্বোচ্চটুকু।
এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা।
রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বন্যার্তদের সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার (১০ম গ্রেড থেকে তদুর্ধ্ব) কর্মকর্তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।