৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করে পুলিশে হস্তান্তর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশ সদস্য কর্তৃক থানায় ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ এবং সাধারণ জনগণের হাতে যাওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর সেগুলো পুনরায় সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইতোমধ্যে পুলিশের সদস্যরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কাছে রক্ষিত ৫৪৯টি বিভিন্ন প্রকার অস্ত্র, ৩৭৯৫ রাউন্ড অ্যামুনেশন এবং অন্যান্য দ্রব্যাদি নিকটস্থ মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিভিন্ন ধরনের অস্ত্র ৭৪৮টি, গুলি ২০১৯৫ রাউন্ড ও টিয়ারশেল ১৪৭২টি এবং সাউন্ড গ্রেনেড ৭০টি উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্টে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের সদস্যরা অস্ত্র এবং গোলাবারুদ রেখে কর্তব্যস্থল ত্যাগ করায় নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী থানাগুলোর অস্ত্র এবং গোলাবারুদ নিজস্ব হেফাজতে নেয়। পাশাপাশি ছাত্র-জনতা অরক্ষিত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।