Logo
Logo
×

অন্যান্য

গণঅধিকার পরিষদের আবু হানিফকে তুলে নেওয়ার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৩:০৬ পিএম

গণঅধিকার পরিষদের আবু হানিফকে তুলে নেওয়ার অভিযোগ

গণঅধিকার পরিষদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে তুলে নেওয়ার অভিযোগ করেছে দলটি।

নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একজন সিনিয়র নেতা আবু হানিফ। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান জানান, শুক্রবার রাত ২টার দিকে আবু হানিফের রূপগঞ্জের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবিলম্বে তার সন্ধান চাই এবং নিঃর্শত মুক্তির দাবি জানাই।

এর আগে গত ১৯ জুলাই গভীর রাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতার করে পুলিশ।

সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় নুরকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম