Logo
Logo
×

অন্যান্য

আন্দালিব রহমান পার্থকে তুলে নেওয়ার অভিযোগ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:১১ পিএম

আন্দালিব রহমান পার্থকে তুলে নেওয়ার অভিযোগ 

বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।বৃহস্পতিবার দুপুরে পার্থের ব্যক্তিগত সহকারী জুয়েলও তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

পার্থ এক সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম