Logo
Logo
×

অন্যান্য

নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম

নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন করা সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর থেকে বুধবার এক খুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন। অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন।

তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয় খুদে বার্তায়।

তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর। এগুলো হলো— ০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম