আন্দোলনকারীদের মারধরে র্যাব সদস্য আহত, অবস্থা সংকটাপন্ন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:৪৭ পিএম
রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধরের ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। আহতের নাম উত্তম। তিনি বাহিনীতে কনস্টেবল পদে কর্মরত। র্যাব বলছে, তার অবস্থা সংকটাপন্ন।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, উত্তরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিল। এ সময় র্যাবের গাড়িচালক কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারপিট করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।