শিশুদের আকৃষ্ট করতে প্রচার চালাচ্ছে তামাক কোম্পানি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম
স্কুলের শিশু শিক্ষার্থীদের টার্গেট করে তাদের আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলো প্রচারণা চালাচ্ছে। তামাকের হাত থেকে তরুণ প্রজন্মকে মুক্ত করতে না পারলে তামাকমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ : প্রতিরোধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে সভার আয়োজন করে বাংলাদেশ তামাকবিরোধী জোট গ্রাম বাংলা উন্নয়ন সংস্থা নাটক ও ডব্লিউ বিবি ট্রাস্ট।
ডব্লিউ বিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা, তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আড়ালে বহুজাতিক তামাক কোম্পানিগুলো নানাভাবে তামাকের প্রচার-প্রচারণা করছে। এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া বাচ্চা সিগারেট পান করছে। ফলে শিশু ও তরুণ সমাজকে তামাকে আকৃষ্ট হওয়া থেকে রক্ষা করতে না পারলে ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।