দুরন্ত টিভির শিশুতোষ অনুষ্ঠান ‘রঙ বে রঙের গল্প’ এর ২৮তম সিজনে প্রচারিত হবে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চলপড়ি’র বইয়ের গল্প। আগামী আগস্ট মাস থেকে সম্প্রচারে যাওয়ার কথা রয়েছে নতুন এ সিজনটির।
সম্প্রতি চলপড়ি’র প্রতিষ্ঠাতা জেরীন মাহমুদ হোসেন ও বারিন্দ মিডিয়া লিমিটেডের পরিচালক অভিজিৎ চৌধুরী এ ব্যাপারে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। চলপড়ি’র ডিজিটাল লাইব্রেরি বইঘর-এর ছবি ওয়ালা বইয়ের গল্প ব্যবহার করে বর্তমানে অ্যানিমেটেড এ সিরিজটি নির্মাণের কাজ চলছে।
প্রচারিত হতে যাওয়া বইগুলোর মাঝে চলপড়ি’র নিজস্ব গল্প ছাড়াও রয়েছে শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ ও ‘একটি কুৎসিত প্রাণী’ গল্প দুটি। গল্প দুটির জন্য ছবি এঁকেছেন ইশরাত জাহান শাইরা ও আহসান হাবিব। বাকি সবগুলো মৌলিক গল্পই তৈরি করা হয়েছে চলপড়ি’র এডুকেশন টিমের তত্ত্বাবধানে। সবগুলো বই সম্পাদনার দায়িত্বে ছিলেন সালজার রহমান ও শিল্প নির্দেশনা দিয়েছেন সাইফ মাহ্মুদ।