সংখ্যালঘু কমিশন করবে ঘাতক দালাল নির্মূল কমিটি: শাহরিয়ার কবির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৮:০৫ পিএম
ফাইল ছবি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সংখ্যালঘু কমিশন গঠন করা না হলে বাংলাদেশের সব নাগরিক আন্দোলন সংগঠনগুলোকে নিয়ে সংখ্যালঘু কমিশন গঠন করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের নবগঠিত কমিটি ও কর্মসূচি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে সংখ্যালঘু কমিশন গঠনের বিষয়ে প্রতিশ্রুতি থাকলেও অদ্যাবধি তারা তা বাস্তবায়ন করছে না। সংখ্যালঘুদের অধিকার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন এক ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। কোনো ঘটনায় একটি বিবৃতি দেওয়ার সাহসও তারা রাখে না। এজন্য সংখ্যালঘুবিষয়ক কমিশন সরকার গঠন না করলেও সব নাগরিক আন্দোলন সংগঠনগুলোকে নিয়ে কমিশন গঠন করার ঘোষণা দেন তিনি।
এ সময় সংগঠনের ৯১ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং ৫৫ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করে তিনি বলেন, আমাদের ৮ম জাতীয় সম্মেলনে কিছু নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি পুরোনো কর্মসূচি অব্যাহত থাকবে।
সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, পৃথিবীর ৪৭টি দেশে সংখ্যালঘু কমিশন রয়েছে। আমরা সংখ্যালঘুবিষয়ক কমিশন গঠনের বিষয়ে একটি পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরি করে আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে দিয়েছি। আশা করি, সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, নির্বাহী সভাপতি কাজী মুকুল, সাধারণ সম্পাদক শহিদসন্তান আসিফ মুনির তন্ময়, যুগ্মসাধারণ সম্পাদক শহিদসন্তান নূজহাত চৌধুরী শম্পা প্রমুখ।