Logo
Logo
×

অন্যান্য

‘পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া রাজনৈতিক ব্যর্থতা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১০:২৪ পিএম

‘পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া রাজনৈতিক ব্যর্থতা’

ঢাকার তাপমাত্রা বৃদ্ধির জন্য ভুল নগর দর্শন এবং নগর পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া বড় কারণ। এটা বড় ধরনের রাজনৈতিক ব্যর্থতাও। প্রকৃতি ও পরিবেশকে গুরুত্ব দিয়ে কাজ না করলে ঢাকাকে বাসযোগ্য নগরে পরিণত করা যাবে না। 

‘ঢাকার তাপদাহ : নগর পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনা দায় ও করণীয়’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

শনিবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এই সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান। 

সভাপতির বক্তৃতায় পরিকল্পনাবিদ ড. আদিল বলেন, ঢাকার তাপমাত্রা বৃদ্ধির দায় শুধু বৈশ্বিক নয়। নিজস্ব কারণেই ঢাকার তাপমাত্রা অনেকাংশে বেড়েছে। ঢাকা নগরীর উন্নয়ন দর্শনের গলদের কারণে এমন দশা হয়েছে। এখন যা কিছু করা হোক না কেন, এই শহরকে আদর্শ বা বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব হবে না। তবে অনেকাংশে সমস্যা কমানো সম্ভব হবে। 

তিনি বলেন, এজন্য সরকারকে পরিকল্পিত উপায়ে ঢাকার তাপমাত্রা কমানোর কলাকৌশল নির্ধারণ করে সেই অনুযায়ী কার্যক্রম শুরু করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে ভক্ষকের অবস্থান থেকে সরে আসতে হবে। 

বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, প্রকৃতি ও পরিবেশকে অন্তর্ভুক্ত করে পরিকল্পনা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এর অনুপস্থিতি দেখতে পাই। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে এ ব্যাপারে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে।

পরিকল্পনা সংলাপে অন্যদের মধ্যে বিআইপির বিভিন্ন পর্যায়ের নেতা, গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম