‘বাস মালিকদের সুবিধা দিতে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:০৪ পিএম
বাস মালিকদের সুবিধা দিতেই রেলের ভাড়ার ওপর রেয়াত সুবিধা উঠিয়ে বাস ভাড়ার চেয়ে রেলের ভাড়া বেশি বৃদ্ধি করা হয়েছে। এমন গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে এ খাতকে সাশ্রয়ী ও নিরাপদ রাখতে হবে। এ ছাড়া অনিয়ম-দুর্নীতি, অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, বেদখল জমি উদ্ধার করে বাণিজ্যিকভাবে ব্যবহারের মধ্য দিয়ে রেলকে ধীরে ধীরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত ‘রেলের ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি’তে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, যানজট-জনজটে নাকাল দেশবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দিতে গত ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে রেলের উন্নয়নে লাখো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন নতুন রেলপথ ও রেল স্টেশন নির্মাণ, নতুন কোচ ও ইঞ্জিন আমদানি করে এই খাতকে সমৃদ্ধ করা হচ্ছে। ঠিক তখনই রেল কর্তৃপক্ষ রেয়াতি সুবিধা প্রত্যাহারের নামে ভাড়া বৃদ্ধি করে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে মরিয়া হয়ে উঠেছে। এমন গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে রেলপথকে অতীতের মতো নিরাপদ ও সাশ্রয়ী রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সংগঠনের সহসভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন প্রমুখ।